ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে ৫০ কেজি জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
শিবচরে ৫০ কেজি জাটকা জব্দ

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে পদ্মা নদী সংলগ্ন একটি বাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।  

বৃহস্পতিবার (১৪ মার্চ) উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংলাবাজারে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।

জানা গেছে, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংলাবাজারে অভিযান চালানো হয়। সেসময় ৫০ কেজি জাটকা জব্দ করে প্রশাসন। পরে জাটকা বিক্রির অপরাধ বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।