ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বারহাট্টায় লরিচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
বারহাট্টায় লরিচাপায় শিশুর মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে লরিচাপায় অন্তর মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অন্তর সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মাছিমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তার বাবা-মা ঢাকায় কাজ করেন। আর অনন্ত তার নানার বাড়ি বারহাট্টার গুমুরিয়া গ্রামে থাকে।

জানা গেছে, বিকেলে নানির সঙ্গে গোপালপুর বাজারে আসে অন্তর। এ সময় রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় মোহনগঞ্জগামী বালুবাহী একটি লরিচাপায় ঘটনাস্থলেই অনন্তের মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা লরিটি আটক করে আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের  কর্মীরা ঘটনাস্থলে এসে নেভায়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই লরিচালক বাপ্পি মিয়াকে আটক করা হয়েছে। বাপ্পি বারহাট্টা উপজেলার বাইশদার গ্রামের মো. মতিউর রহমানের ছেলে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।