ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা: মাগুরা ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাহাজাদ জোয়াদ্দার (৪০) নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছে।  

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে লক্ষীকান্দর হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাজাদ জোয়ার্দ্দার ঝিনাইদহ জেলার পাইকপাড়া গ্রামের মৃত মজিদ জোয়াদ্দারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে স্ত্রী ও প্রতিবেশী এক নারীকে নিয়ে ওয়াপদা এলাকায় যাচ্ছিলেন সাহাজাদ। পথিমধ্যে লক্ষীকান্দর এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে গুরুত্ব আহত হন সাহাজাদ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ডাক্তার রফিকুল আহসান তাকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে।  

মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম চন্দ্র মণ্ডল বলেন, লক্ষীকান্দর এলাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।  

এ ঘটনায় কাভার্ডভ্যানটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা করা হবে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।