ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিংড়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
সিংড়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নাটোর: নাটোরের সিংড়ায় মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রির উদ্দেশে সংরক্ষণসহ নানা অনিয়মের দায়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে  জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার নলবাতা বাজারে এ অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।  

অভিযানকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস ব্যাটালিয়ন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।  

সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার নলবাতা বাজারের সাকিব স্টোরকে দেড় হাজার, আমদানিকারকের স্টিকারবিহীন কসমেটিকস সামগ্রী বিক্রির উদ্দেশে সংরক্ষণ করায় মা কসমেটিকসকে তিন হাজার, মেয়াদোত্তীর্ণ খাবার সামগ্রী বিক্রির উদ্দেশে সংরক্ষণ করায় দুই ভাই স্টোরকে তিন হাজার, একই অপরাধে সাত ভাই স্টোরকে দুই হাজার ও ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশে সংরক্ষণ করায় মাহমুদ ফার্মেসিকে পাঁচ হাজারসহ মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া এই পাঁচ প্রতিষ্ঠান থেকে ভেজাল পণ্যগুলো জব্দ করে তা বিনষ্ট করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।