ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ফাইল ছবি

ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঈদুল ফিতর উপলক্ষে তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মী, বিচারক ও বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিন ৷

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রথমে দলীয় নেতা-কর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

 

পরে প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিচারক ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।