ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১ লাখ টাকার চেক পেলেন হাসান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১ লাখ টাকার চেক পেলেন হাসান

খুলনা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যোগিপোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্প পাহারা দিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন হাসান ফরাজি। দুর্বৃত্তদের ছোড়া গান পাউডারে তার মাথার চুল ও কানের বেশকিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

নির্বাচনের পরে তিনি নবনির্বাচিত খুলনা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম কামাল হোসেন এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আবেদন জমা দেন।  

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক লাখ টাকার চেক ইস্যুর চিঠি হস্তান্তর করেন সংসদ সদস্য এস এম কামাল হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খান জাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, যোগিপোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া রিপন, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।