ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে একাধিক মামলার আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
মাদারীপুরে একাধিক মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর: মাদারীপুরে অভিযান চালিয়ে চুরি-ডাকাতিসহ একাধিক মামলার আসামি সুমন সরদারকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ১১টার দিকে জেলা সদর উপজেলার পূর্বরাস্তি এলাকার একটি গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

বুধবার (১৭ এপ্রিল) র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।  

জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি রাত ২টার দিকে মাদারীপুরের ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের গুঙ্গিয়ারকুল এলাকার মোবাইলফোন নেটওয়ার্কের একটি টাওয়ারে যন্ত্রাংশ রাখার ঘরে সিদ কেটে প্রবেশ করে ৩ লাখ টাকা দামের দুটি ব্যাটারি চুরি করে চোরচক্র। এ ঘটনায় ডাসার থানায় মামলা দায়ের হলে র‍্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে এবং মঙ্গলবার রাতে আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়।  

মাদারীপুর র‍্যাবের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) তুহিন রেজা জানান, আসামির বিরুদ্ধে এর আগেও স্পর্শকাতর চুরি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা হয়েছে এবং কিছু মামলায় তিনি জেলও খেটেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।