ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে এলো আরও এক বিজিপি সদস্য 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে এলো আরও এক বিজিপি সদস্য 

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তপথে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) আরও একজন সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্ত দিয়ে এই বিজিপি সদস্য অনুপ্রবেশ করে।

স্থানীয়রা জানান, মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে৷ মঙ্গলবার রাতেও সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। সংঘাতে আরাকান বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশ আশ্রয় নিচ্ছে মিয়ানমারের সীমান্তরক্ষীরা। বিকেলে আরও একজন মিয়ানমারের বিজিপি সদস্য নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা সীমান্ত দিয়ে বাংলাদেশ আশ্রয় নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, বিকেলে একজন মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত কয়েক দফায় আশ্রয় নেওয়া মোট ২৬১ জন মিয়ানমারের বিজিপি সদস্যকে নাইক্ষ্যংছড়ি সদরের বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।