ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ২ জনকে আসামি করে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ২ জনকে আসামি করে মামলা ফাইল ফটো

ঝালকাঠি: ঝালকাঠিতে ট্রাকচাপায় ১৪ জন নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালক আল আমিন হাওলাদার ও তার সহকারী নাজমুল শেখকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ঝালকাঠি সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন রাজাপুরে নিহত হাসিবুর রহমানের ছোট ভাই হাদিউর রহমান।

 

বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

এর আগে বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে গাবখান সেতুর টোল প্লাজায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ও অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়লে ১৪ জন নিহত ও ২০ জনের অধিক আহত হন।

নিহতরা হলেন– রাজাপুর উপজেলার উত্তর সাউথপুর গ্রামের হাসিবুর রহমান (৩৩), তার স্ত্রী নাহিদা আক্তার সোনিয়া (২৮), তাদের মেয়ে তাকিয়া আক্তার (৩), তাহমিদ রহমান (১), সোনিয়ার সদ্য বিবাহিতা বোন উপজেলার সাংগর এলাকার নিপা আক্তার (২২) ও তার স্বামী বিমান বাহিনীর সদস্য ইমরান হোসেন (২৩) ও প্রাইভেট কারের চালক উত্তর উত্তমপুর গ্রামের ইব্রাহিম (৩৫)

নিহত অন্যরা হলেন–গাবখানের সেলিম হাওলাদারের ছেলে নজরুল (৩৫), ওস্তাখান গ্রামের মান্নান মাঝির ছেলে শফিকুল মাঝি (৫০), ঝালকাঠির শেখেরহাটের নওপাড়ার আব্দুল হাকিমের ছেলে আতিকুর রহমান সাদি (১১), কাঠালিয়ার তালগাছিয়ার ইব্রাহিমের মেয়ে নুরজাহান (৭), স্ত্রী তাহমিনা (২৫), রাজাপুরের উত্তর সাউথপুরের হাসিবুর রহমানের স্ত্রী সনিয়া বেগম (৩০), স্বরূপকাঠির রুহুল আমীন ও টোল প্লাজার সামনের  ভিক্ষুক শহিদুল ইসলাম (৪৫)।

এ বিষয়ে ওসি শহিদুল ইসলাম বলেন, নিহত একটি পরিবারের পক্ষ থেকে দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ট্রাকচালক ও তার সহকারীকে বুধবার বিকেলেই আটক করেছে পুলিশ এবং জব্দ করা হয়েছে ট্রাকটিও।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।