ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ট্রলিতে ট্রাকের চাপা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
পঞ্চগড়ে ট্রলিতে ট্রাকের চাপা, নিহত ২

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের চাপায় ট্রলির চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কলাপাড়া নামক স্থানে বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন জেলার বোদা পৌরসভার সর্দার পাড়ার সাফিরের স্ত্রী নুরজাহান (৬০) ও একই উপজেলার মাজগ্রাম এলাকার মানিক ইসলামের ছেলে জাহিদ ইসলাম (২৫)।

পুলিশ জানায়, সকালে কলাপাড়া নামক স্থানে দেবীগঞ্জ থেকে পঞ্চগড়গামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে চাপা দেয়।  দুটি গাড়িই দ্রুতগামী ছিল। এসময় গাড়িচাপায় পথচারী নুরজাহান ও ট্রলির চালক জাহিদ ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন দুই গাড়ির আরও চারজন। তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।  

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।