ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগিতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগিতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন স্বস্তিকা গুহ

ভোলা: জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগিতায় ভোলার মেয়ে স্বস্তিকা গুহ (১৭) দ্বিতীয় স্থান অর্জন করেছে।

শনিবার (২৭ এপ্রিল) ‘নৃত্যাঙ্গন’ চূড়ান্ত ফলাফল প্রকাশ করে।

এতে স্বস্তিকা গুহ একক নৃত্যে দ্বিতীয় হয়েছে।

এর আগে গত ২৪ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে নৃত্যাঙ্গনের আয়োজনে অনুষ্ঠিত হয় দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ‘সেরার সেরা স্বর্ণপদক-২০২৪’।  বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় লোকনৃত্যের ‘খ’ বিভাগের শাখায় অংশ নেয় স্বস্তিকা গুহ। সারাদেশ থেকে অসংখ্য প্রতিযোগীর সঙ্গে স্বস্তিতা গুহ অংশ নেয়।

এদিকে জাতীয় পর্যায়ে এই প্রথমবারের মতো চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে ভোলার মুখ উজ্জ্বল করেছে এ নৃত্যশিল্পী।  

এমন সফলতায় আরও অনেক দূর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বলে মনে করছে স্বস্তিকা গুহ।

স্বস্তিকা গুহের বাড়ি ভোলা সদর উপজেলার ওয়েস্টার্নপাড়ায়। সে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

স্বস্তিকা গুহ জানায়, এ অর্জন শুধু আমার একার নয়, পুরো ভোলাবাসীর। অ্যাওয়ার্ডটি আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে। আমি আয়োজকদের কাছে কৃতজ্ঞ।  

এদিকে জাতীয় পর্যায়ের এমন অর্জনে প্রশংসায় ভাসছেন তিনি। অনেকেই তাকে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন।  

ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকা গুহ স্থানীয় পর্যায়ে সুনাম অর্জনের পর এবারই প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে অংশ নিয়ে সফলতা পেয়েছে। এছাড়া স্থানীয় পর্যায়ে সে নৃত্যের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পুরস্কার পেয়েছে।  

স্বস্তিকা গুহ ছোটবেলা থেকে নৃত্য চর্চা করে আসছে। দক্ষতা আর মেধার সঙ্গে প্রশিক্ষণ নিয়ে একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সুনাম অর্জনের পাশাপাশি পেয়েছে অসংখ্য পুরস্কার। এবারও জাতীয় পর্যায়ে সফল হলো সে। ভবিষ্যতে নৃত্যে প্রতিষ্ঠা পেতে চায় এ শিল্পী।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।