ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে চালক-হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
হবিগঞ্জে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে চালক-হেলপার নিহত

হবিগঞ্জ: জেলার বাহুবল উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মাছবোঝাই একটি পিকআপভ্যানের সংঘর্ষে এর চালক ও হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার তগলী নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এতে নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে ও পিকআপভ্যানের চালক হৃদয় মিয়া (২৬) এবং শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং পূর্ব নোয়াগাও গ্রামের ছোয়াব আলীর ছেলে ও হেলপার রিপন মিয়া (২৪)।

পুলিশ জানায়, সকালে শায়েস্তাগঞ্জের সুতাং বাজার থেকে মাছবোঝাই একটি পিকআপভ্যান শ্রীমঙ্গল হয়ে জুড়ি যাচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে পৌঁছালে সিলেটগামী একটি সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক ও হেলপারের মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।