ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে বাসচাপায় কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মে ১, ২০২৪
বেনাপোলে বাসচাপায় কৃষক নিহত

বেনাপোল (যশোর): বেনাপোলে বাসচাপায় মোস্তফা নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক কৃষক।

 

বুধবার (১ মে) বেনাপোল-যশোর মহাসড়কের রজনী ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শার্শা থানাধীন লাউতাড়া গ্রামের আবুল ঢালির ছেলে মোস্তফা ও আহত ব্যক্তি হলেন একই গ্রামের রেজাউল মুন্সির ছেলে আনিসুর রহমান।  

বাসে থাকা যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে আসছিল। এ সময় বেনাপোল রজনী ক্লিনিকের সামনে বাইসাইকেলের দুই আরোহীকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অপর একজন গুরুতর আহত হন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ছাড়া চাপা দেওয়া বাসটি জব্দ করলেও চালক ও তার সহযোগী (হেলপার) পালিয়ে গেছেন। তবে তাদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ০১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।