ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজন একই পরিবারের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, মে ২, ২০২৪
হবিগঞ্জে দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজন একই পরিবারের

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের চাপায় নারী, পুরুষ ও শিশুসহ প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।

তারা হলেন- পটুয়াখালীর গলাচিপা উপজেলার মোজ আলীর ছেলে জামাল মিয়া (৪০), তার স্ত্রী কামরুন্নাহার (৩৩), ছেলে মো. অনন্ত (১১) ও নিহত জামালের ভাই এনামুল মিয়া (৩৫)।

এছাড়া নিহত হয়েছেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের ইউনুছ বেপারীর ছেলে হারুন ব্যাপারী (৩৪)। তিনি প্রাইভেটকারের চালক ছিলেন।

বৃহস্পতিবার (২ মে) ভোর রাতে উপজেলার শাহপুর হরিতলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবীর বাংলানিউজকে জানান, প্রাইভেটকারের যাত্রীরা সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাকবলিত হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা।

** হবিগঞ্জে ট্রাকচাপায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে ০২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।