লক্ষ্মীপুর: অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় বাবুল আনসারী নামে এক ব্যক্তির এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি জেলার চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ জরিমানা করেন।
বাবুল সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ছোট বল্লবপুর গ্রামের বাসিন্দা। ওই এলাকার সরকারি ওয়াপদা খাল থেকে তিনি অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করতেন বলে স্থানীয়দের অভিযোগ ছিল। এ পরিপ্রেক্ষিতে ওই গ্রামে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় বাবুলকে জরিমানা করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, মে ৩, ২০২৪
এসআই