ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন, সালথায় বিএনপি নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মে ৫, ২০২৪
দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন, সালথায় বিএনপি নেতা বহিষ্কার আসাদ মাতুব্বর।

ফরিদপুর: দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করায় ফরিদপুরের সালথার আসাদ মাতুব্বর (৪২) নামে বিএনপির এক নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।  

রোববার (০৫ মে) সকালে সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফরিদুর রহমান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে (০৪ মে) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ওই বিএনপি নেতাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফরিদুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সালথা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন আসাদ মাতুব্বর। বিএনপির নিষেধ থাকা সত্ত্বেও এ নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মে ০৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।