ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় পিকআপ ভ্যানচাপায় অটোরিকশার যাত্রী ও চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, মে ৮, ২০২৪
উল্লাপাড়ায় পিকআপ ভ্যানচাপায় অটোরিকশার যাত্রী ও চালক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপ ভ্যানের চাপায় অটোরিকশার এক যাত্রী ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

 

বুধবার (৮ মে) সকালে বগুড়া-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকাপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- উপজেলার ধোপাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে অটোরিকশার যাত্রী যাত্রী নজরুল ইসলাম (৪৭) ও চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের অটোরিকশার চালক আব্দুল গফুর (৫৫)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ওয়াদুদ বলেন, সকালে পাবনা থেকে একটি পিকআপ ভ্যান সিরাজগঞ্জ আসছিল। পথে ব্রহ্মকাপালিয়া এলাকায় পিকআপ ভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মে ৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।