ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ব্যানার ফেস্টুন অপসারণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মে ৮, ২০২৪
আড়াইহাজারে ব্যানার ফেস্টুন অপসারণ

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ব্যানার ফেস্টুন অপসারণ করেছে প্রশাসন।

বুধবার (০৮ মে) উপজেলার আড়াইহাজার বাজার, কৃষ্ণপুরা, ব্রাহ্মন্দী, ইদবারদি, প্রভাকরদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাচনের আচরণবিধি প্রতিপালনে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সব ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক জানান, নির্বাচনকে ঘিরে আচরণবিধি প্রতিপালনে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মে ০৮, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।