ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চিকিৎসার জন্য ভারতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন এমপি আনোয়ারুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মে ১৯, ২০২৪
চিকিৎসার জন্য ভারতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন এমপি আনোয়ারুল

ঝিনাইদহ: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল  আজিম আনার চিকিৎসার জন্য চলতি মাসের ১১ মে ভারতে যান। এরপর নিয়মিত যোগাযোগ থাকলেও গত তিনদিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ নেই তার।

 

এদিকে তিনদিন খোঁজ না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন স্বজনরা।  

এ ব্যপারে এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, গত তিনদিন ধরে বাবার সঙ্গে কোনো যোগাযোগ নেই। তবে আমরা জানতে পেরেছি, তিনি ভারতেই আছেন। আমার বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তবে অনেকে নিখোঁজ বলে প্রচার করলেও বিষয়টি সঠিক নয়, এমন হলে আমরাই আপনাদের জানাব।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু আজিফ জানান, আমরা শুনেছি এমপি আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গেছেন। গত তিনদিন ধরে তার সঙ্গে স্বজনদের যোগাযোগ নেই শুনেছি। তবে তার পরিবারের পক্ষ থেকে এনিয়ে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মে ১৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।