নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডেমরা এলাকার ডগাইর মোড়ে মহাসড়কে উঠে সড়ক অবরোধের চেষ্টা করেছেন অটোরিকশা চালকরা। এ সময় সড়কে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা।
সোমবার (২০ মে) দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অবস্থান নেয় পুলিশ।
তবে এ ঘটনায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
জানা গেছে, ঢাকায় আটোরিকশা চালকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আজকের অবরোধের চেষ্টা হয়। তারা সেখানে সড়কে আগুন ধরিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) শরফুদ্দিন জানান, এটি ডেমরা এলাকার ডগাইর মোড়ের ঘটনা। সেখানে কিছু অটোচালক সড়কে ময়লায় আগুন দিয়ে বিক্ষোভের চেষ্টা করেছিলেন। মহাসড়কে আসতে পারেনি তারা। মহাসড়ক স্বাভাবিক আছে। ঘটনাস্থলে ডেমরা ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আছে।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মে ২০, ২০২৪
এমআরপি/এফআর