ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় রিমাল: বাগেরহাটের ৩ উপজেলায় ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, মে ২৬, ২০২৪
ঘূর্ণিঝড় রিমাল: বাগেরহাটের ৩ উপজেলায় ফেরি চলাচল বন্ধ

বাগেরহাট: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত চলছে। ফলে বাগেরহাটের তিন উপজেলার চারটি ফেরি চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৬ মে) দুপুরে মোরেলগঞ্জ, রায়েন্দা-মাছুয়া ও মোংলা ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে সড়ক বিভাগ।  

তবে বিকেল নাগাদ মোরেলগঞ্জে ফেরি চালু করে কিছু যানবাহন পারাপার করা হয়েছে। সন্ধ্যা থেকে আবারও ফেরি বন্ধ রাখা হয়েছে।

সড়ক বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ফেরি বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে বিকেলে কিছুক্ষণের জন্য ফেরি পরিচালনা করা হয়েছে। এখন আবার বন্ধ রাখা হয়েছে। এছাড়া জেলার সড়ক বিভাগের সব সড়ক স্বাভাবিক রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, মে ২৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।