ঢাকা, মঙ্গলবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে তিন নারী খেলোয়াড়কে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মে ২৭, ২০২৪
সৈয়দপুরে তিন নারী খেলোয়াড়কে সংবর্ধনা

নীলফামারী: দেশের জন্য সুনাম বয়ে আনা তিন নারী খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হয়েছে।  

সোমবার (২৭ মে) সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থা ওই সংবর্ধনার আয়োজন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নূর-ই আলম সিদ্দিকী। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখছেদুল মোমিন সেপাক টাকরো খেলার তিন নারী খেলোয়াড়ের ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন।  

উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের তিন শিক্ষার্থী নেপালে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের সেপাক টাকরো খেলায় কৃতিত্ব দেখিয়েছেন। তারা হলেন ববিতা রানী রায়, আইরিন খাতুন ও নিপা সরকার।  

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. শাহাজাদা সরকার, সাংবাদিক সাকির হোসেন বাদল, লক্ষণপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানসহ অনেকে।  
 
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সৈয়দপুর সরকারি কলেজের সাবেক শরীরচর্চা বিষয়ক শিক্ষক আহসাব উদ্দিন বাদল।  

সংবর্ধনা অনুষ্ঠানে তিন নারী কৃতি খেলোয়াড়ের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।