ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
ময়মনসিংহে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

ময়মনসিংহ: জেলার ত্রিশালে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. মাসুদ করিম আকন্দকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুন) বিকেলে সাজাপ্রাপ্ত আসামিকে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম‍্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

এর আগে সকালে উপজেলার ১১ নম্বর মোক্ষপুর ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ত্রিশাল থানা পুলিশ।     

সাজাপ্রাপ্ত আসামি মাসুদ করিম ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন আকন্দের ছোট ভাই।

মোক্ষপুর ইউনিয়নের বিট পুলিশিংয়ের সহকারী কর্মকর্তা ও ত্রিশাল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাকিবুল ইসলাম বাংলানিউজকে এতথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, স্ত্রী সুরাইয়া খাতুনের দায়ের করা একটি যৌতুক মামলায় স্বামী মাসুদ করিমকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিজ্ঞ আদালত দেড় বছরের সাজা প্রদান করেন। মামলায় সাজা পরোয়ানা নিয়ে আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।      

মামলার বাদী সুরাইয়া খাতুন বলেন, ১০ বছর বয়সি একটি ছেলে সন্তানসহ আমাকে ফেলে রেখে মাসুদ আরেকটি বিয়ে করেন। এর আগে যৌতুকের জন্য নির্যাতন করায় আদালতে আমি যৌতুক মামলা করেছিলাম। ওই মামলায় বিজ্ঞ আদালত তাকে সাজা দিয়েছেন। এখন আসামির ভাই আমাকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। সে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। এতে আমি ও আমার ছেলের জীবন নিয়ে শঙ্কাবোধ করছি।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।