ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে উড়ে গিয়ে আনার হত্যার দুই আসামি ধরলেন হারুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
খাগড়াছড়িতে উড়ে গিয়ে আনার হত্যার দুই আসামি ধরলেন হারুন

ঢাকা: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় পলাতক আসামি মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে খাগড়াছড়িতে চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবির একাধিক দল দুপুর থেকে খাগড়াছড়ি ও চট্টগ্রামে সাঁড়াশি অভিযান চালায়।  

ডিবির হারুন অর রশীদ হেলিকপ্টারে করে খাগড়াছড়িতে যান।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এডিসি জুনায়েদ আলম জানান, খাগড়াছড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে।  

ঢাকায় ফেরার পর মোহাম্মদ হারুন অর রশীদ ব্রিফ করবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।