ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
বাগেরহাটে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু সংগৃহীত প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটের রামপালে বজ্রপাতে ইকলাস শেখ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

রোববার (৩০ জুন) দুপুরের দিকে উপজেলার সুন্দরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইকলাস একই উপজেলার বাইনতলা ইউনিয়নের শোলাকুড় গ্রামের হাসেম শেখের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ বলেন, দুপুরে সুন্দরপুর এলাকায় একটি মৎস্য ঘেরে কাজ করছিলেন দিনমজুর ইকলাস। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোমবার সকালে তার দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।