ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে নিহত আরও ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে নিহত আরও ১

কক্সবাজার: উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা শিবিরে আবারও পাহাড় ধসে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম আনোয়ার ইসলাম।

তিনি শিবিরের এফ-১ ব্লকের দিল মোহাম্মদের ছেলে।

বুধবার (৩ জুলাই) ভোরে পাহাড় ধসের ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন।

তিনি বলেন, মঙ্গলবার দিনভর থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল। যা মধ্যরাতের পর ভারী বর্ষণে রূপ নেয়। ভোর চারটার দিকে বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ ব্লকে পাহাড় ধসে পড়ে। একটি ধসের নিচে পড়ে এবং এক রোহিঙ্গার মৃত্যু হয়।

পরে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত স্বেচ্ছাসেবকরা মাটি সরিয়ে আনোয়ার ইসলামের মরদেহ উদ্ধার করে।

এর আগে গত ১৯ জুন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের একাধিক জায়গায় পাহাড় ধসে দুজন স্থানীয় ও ৮ রোহিঙ্গার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
এসবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।