ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত 

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজমুল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় বিএসএফ তাকে উদ্ধার করে ভরতের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে আজমুল হোসেন ওই হাসপাতালে চিকিৎসাধীন।  

আহত আজমুল হোসেন দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।  

স্থানীয়রা জানান, আজমুল হোসেনসহ ছয়-সাতজন বাংলাদেশি ভোর ৪টার দিকে ঠাকুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।  এসময় ৮২ বিএসএফের মালুয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আজমুল হোসেনের পায়ে লাগে। এসময় তার সঙ্গীরা পালিয়ে যান। পরে বিএসএফ সদস্যরা আহত আজমুল হোসেনকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিননায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।