ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
ধামইরহাটে পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে পুকুরের পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুলাই) দুপুরে উপজেলার খেলনা ইউনিয়নের পশ্চিম চকভবানী গ্রামে এ ঘটনা ঘটে।

 

মারা যাওয়া যমজ দুই ভাই হলো- ওই গ্রামের সুজিত ওরাওঁ এর ছেলে লক্ষণ (৩) ও রাম (৩)।

বিষয়টি নিশ্চিত করে খেলনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল হিল মাহমুদ চৌধুরী বলেন, সকালে বাড়ির পাশে খেলা করছিল যমজ ভাই। এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় দুজনই। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরটি থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ধামইরহাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী জানান,  দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়েই তারা পানিতে ডুবে মারা গেছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।