খুলনা: খুলনায় ১০ মামলার আসামি যুবলীগ নেতা আলামিন শেখকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৮ জুলাই) রাত ১০টায় মহানগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আলামিন ওই এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি খুলনা সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্ব শত্রুতা জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো চাপাতি দিয়ে আলামিনে ডান পায়ের হাঁটুতে, বাম পায়ের হাঁটুর ওপরে, বাম হাতের চারটি আঙুলে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আলামিনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। নিহত আলামিনের বিরুদ্ধে খুলনা সদর থানায় হত্যা, অস্ত্র, মাদকসহ ১০টি মামলা রয়েছে।
উল্লেখ্য, এর আগে শনিবার (৬ জুলাই) রাত ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার গুটুদিয়া ওয়াপদার মোড়ে ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে (৪২) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ইউপি চেয়ারম্যান ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এছাড়া খুলনা জেলা ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
এমআরএম