ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় ভাতিজার হাতে চাচা খুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
খুলনায় ভাতিজার হাতে চাচা খুন

খুলনা: খুলনার ফুলতলা উপজেলায় ভাইপোর হাসুয়ার আঘাতে চাচা শেখ মুজিবুর রহমান (৫৮) নিহত হয়েছেন।

এ ঘটনায় তার স্ত্রী পুষ্পা বেগম (৪৫) ও ছেলে মিরাজুল ইসলাম (২৪) আহত হয়েছেন।

তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়।  

বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত মজিবুর রহমানের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, খানজাহানপুর গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলের ও তার ভাই শেখ মুজিবুর রহমানের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বুলেট চলে আসছে।  

এ ঘটনার যে ধরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে মৃত শরিফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ধারালো হাসুয়া নিয়ে চাচা শেখ মুজিবুর রহমানের ওপর হামলা চালায়। মজিবুর রহমানকে ঠেকাতে গেলে তার স্ত্রী ও ছেলে আহত হয়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে আশরাফুল পালিয়ে যায়।  

এলাকাবাসী তিনজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মুজিবুর রহমান মৃত ঘোষণা করেন।  
বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।