ঢাকা, শুক্রবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৬ জুলাই ২০২৪, ১৯ মহররম ১৪৪৬

জাতীয়

বরিশালে ৩ দিনে বিএনপি-জামায়াতের ৯৮ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
বরিশালে ৩ দিনে বিএনপি-জামায়াতের ৯৮ নেতাকর্মী গ্রেপ্তার

বরিশাল: বরিশালে গত তিন দিনে বিএনপি-জামায়াতের ৯৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরইমধ্যে তাদের সবাইকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার প্রনয় রায় বুধবার (২৪ জুলাই) জানান, কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংস ঘটনায় বরিশাল মেট্রোপলিটনের চার থানায় পুলিশ বাদী হয়ে চারটি মামলা করেছে। এক ব্যক্তি বাদী হয়ে একটি মামলা করেছেন।

এসব মামলায় বুধবার বিকেল পর্যন্ত ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে বরিশাল জেলা পুলিশের সুপার ওয়াহিদুল ইসলাম জানিয়েছেন, বাকেরগঞ্জ ও বানারীপাড়া থানায় দায়ের করা দুটি নাশকতার মামলায় এ পর্যন্ত মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ সাত মামলায় ১১২ জন এজাহারভুক্ত এবং তিন হাজারের বেশি লোককে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪

এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।