ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভিসা বন্ধের বিষয়ে আমিরাত কিছু জানায়নি: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
ভিসা বন্ধের বিষয়ে আমিরাত কিছু জানায়নি: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী (ফাইল ছবি)

ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, কোটাবিরোধী আন্দোলনকে সমর্থন করে সংযুক্ত আরব আমিরাতে আন্দোলন করতে গিয়ে কারাদণ্ড হওয়া প্রবাসী বাংলাদেশিদের ব্যাপারে সরকার হস্তক্ষেপ করবে না।

বুধবার (২৪ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, দুবাইয়ে আন্দোলন করে প্রবাসীরা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন। এ জন্য তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে।   

তিনি আরও বলেন, ‘দেশে যেভাবে মেট্রোরেলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, বিদেশেও তারাই বাংলাদেশের শ্রমবাজার ধ্বংস করার জন্য একই কাজ করছে। আমি মনে করি, একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াত-বিএনপির প্রেতাত্মারা যেমন কর্মকাণ্ড করেছিল, তাদের শাস্তি হয়েছিল। তেমনিভাবে দুবাইয়ে আন্দোলন করাদের শাস্তি হয়েছে। ’

তবে ভিসা বন্ধের বিষয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে লিখিত কোনো অর্ডার আসেনি। আমরা সংযুক্ত আরব-আমিরাতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও কিছু জানে না। বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব-আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি, তিনিও কিছু জানাননি। শ্রমবাজার বন্ধ হয়েছে কি না, এ ব্যাপারে সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই। ’

তাহলে সংযুক্ত আরব-আমিরাতের ভিসা বন্ধের বিষয়টি ভিত্তিহীন কিনা, জানতে চাইলে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আমাদের কাছে এখনো কোনো খবর আসেনি, চিঠিও আসেনি। ’

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউমেন রাইট ওয়াচ। বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, সংযুক্ত আরব-আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা তাদের দেশের ছাত্র আন্দোলনকে সমর্থন করে শান্তিপূর্ণ আন্দোলন করছিল। সে আন্দোলন থেকে ৫৭ জনকে গ্রেপ্তার করে ত্বরিত গতিতে দণ্ডিত করা হয়েছে। যার ফলে অভিযুক্তরা নিজেদের আত্মসমপর্ণ করার সুযোগ পাননি। খুব দ্রুত এই ৫৭ জনকে মুক্ত করে কাজে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে।

এদিকে, সংযুক্ত আরব-আমিরাতের ভিসা বন্ধের বিষয়টি নাকচ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘সংযুক্ত আরব-আমিরাতের ভিসা বন্ধের বিষয়টি সত্য নয়। এটি পুরোপুরি মিথ্যা ও ভুয়া তথ্য। আমি সবাইকে অনুরোধ করব, সঠিক তথ্য নিয়ে সংবাদ পরিবেশন করুন। এতে দেশের উপকার হবে। মানুষেরও বিভ্রান্তি কমবে। ’

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।