ঢাকা, বৃহস্পতিবার, ১০ শ্রাবণ ১৪৩১, ২৫ জুলাই ২০২৪, ১৮ মহররম ১৪৪৬

জাতীয়

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলারডুবি, নিখোঁজ ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলারডুবি, নিখোঁজ ১ প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন এক তরুণ।

বুধবার (২৪ জুলাই) দুপুরে নাফনদীর মোহনায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তির নাম নুর মোহাম্মদ সৈকত বলে জানা গেছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে সাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। পরে আশপাশের ট্রলারের লোকজন এসে ডুবে যাওয়া ট্রলারের ১১ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। এদের মধ্যে দুই শিশু ও তিন নারী ছিলেন। তবে সৈকত নামে এক তরুণ নিখোঁজ রয়েছেন।  

 তিনি আরও জানান, দ্বীপের বাসিন্দা মো. সাদ্দামের মালিকানাধীন ট্রলারে করে টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে বিভিন্ন নিত্যপণ্য নিয়ে যাচ্ছিল ট্রলারটি।  

নিখোঁজ সৈকতের ভাই মুনিব রাফি জানান, সৈকত টেকনাফ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
এসবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।