ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

সহিংসতায় আহত পোশাক শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
সহিংসতায় আহত পোশাক শ্রমিকের মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহিংসতার ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইয়ামিন চৌধুরী (১৮) নামে আরও একজন মারা গেছেন। গত ১৯ জুলাই রাজধানীর বাড্ডা সুবাস্ত টাওয়ার এলাকায় সহিংসতায় পোশাক শ্রমিক ইয়ামিন আহত হন।

শনিবার (২৭ জুলাই) ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে ইয়ামিন চৌধুরী মারা যান।

কিশোরগঞ্জ মিঠামইন এলাকার রতন চৌধুরীর ছেলে ইয়ামিন। বর্তমানে বাড্ডা হাসান উদ্দিন লেন এলাকায় থাকতেন ও পেশায় ছিলেন পোশাক শ্রমিক।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ময়নাতদন্তের জন্য ইয়ামিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।