ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কোটা সংস্কার আন্দোলন

মৃত্যুর তদন্ত-বিচার নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করল সরকার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
মৃত্যুর তদন্ত-বিচার নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করল সরকার

ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে মৃত্যুর তদন্ত ও বিচার নিয়ে  কূটনীতিকদের আশ্বস্ত করেছে সরকার। বৃহস্পতিবার (১ আগস্ট) আয়োজিত এক ব্রিফিংয়ে তাদের আশ্বস্ত করা হয়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকাল ৪টায়  রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের ব্রিফিং করা হয়।

কূটনীতিকদের সামনে চলমান পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।

কূটনীতিকদের ব্রিফিং শেষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিদেশি কূটনীতিকদের আমরা লেটেস্ট তথ্য ও ভিডিও দেখিয়েছি। আমরা জানিয়েছি, হেলিকপ্টার থেকে র‍্যাব গুলি করেনি। এছাড়া আন্দোলনের সময় বিজিবি ও পুলিশের ভূমিকা কী ছিল,  সেটাও তুলে ধরেছি। আমরা তাদের কাছে ভিডিও সরবরাহ করেছি।

তিনি বলেন, আন্দোলন নিয়ে দেশে বিদেশে গুজব ক্যাম্পেইন চলছে। তাই তাদের (কূটনীতিকদের) সঠিক তথ্য দিয়েছি।

পররাষ্ট্রসচিব জানান, কূটনীতিকদের সামনে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আমরা জানিয়েছি, আন্দোলনে মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত  কমিশন কাজ শুরু করে দিয়েছে। কমিশন সুষ্ঠুভাবে প্রতিটি ঘটনার তদন্ত করবে।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রসচিব জানান, বিদেশিদের এখানে বিনিয়োগ আছে। ইন্টারনেট বন্ধ ছিল। এসব নিয়ে তাদের উদ্বেগ রয়েছে।

তিনি বলেন, আমরা বিদেশিদের জানিয়েছি, শান্তিপূর্ণভাবে সমাবেশে কোনো বাধা দেওয়া হচ্ছে না।

এক প্রশ্নের উত্তরে মাসুদ বিন মোমেন জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনে এখনো পর্যন্ত  প্রায় ১৫০ জন মারা গেছে। এর মধ্যে ছাত্র ছিল ২৫ জন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের  বলেন, আমরা প্রতিটি জিনিস নিয়েই কথা বলতে প্রস্তুত।  কূটনীতিকদের সঙ্গে আমরা তথ্য শেয়ার করেছি। আমরা ধারাবাহিকভাবে এটা শেয়ার করব। কোটা আন্দোলন নিয়ে কোনো দেশের সঙ্গেই আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে প্রভাব ফেলেনি বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার প্রায় দুই ঘণ্টাব্যাপী আয়োজিত এ ব্রিফিংয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র,  চীন, জাপান,  সুইডেন, কাতার, ডেনমার্ক, সুইজারল্যান্ড, ভারত, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া,  ফ্রান্স, মরক্কো, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘসহ ২২টি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২১ জুলাই কোটা সংস্কার ঘিরে পরিস্থিতি তুলে ধরতে কূটনৈতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৪
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।