ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাগরে মিলল আরও ৫ রোহিঙ্গা শিশুর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
সাগরে মিলল আরও ৫ রোহিঙ্গা শিশুর মরদেহ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগর থেকে আরও পাঁচ রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মিয়ানমারে চলমান সহিংসতার জেরে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ট্রলার ডুবির ঘটনায় এসব শিশুর মৃত্যু হয়।

এ নিয়ে মঙ্গলবার (৬ আগস্ট)  একদিনে পৃথক স্থান থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার হলো।

প্রসঙ্গত মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সংঘাতের জেরে ফের বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এভাবে অনুপ্রবেশের সময় মঙ্গলবার (৬ আগস্ট) ভোরে কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও রাজারছড়া পয়েন্ট সাগরে এ দুর্ঘটনা ঘটে।  

এ ঘটনার পর দুপুরে প্রথম দফায় শিশুসহ ৯ জনের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে আরও ২২ জন। এরমধ্যে আরও ৫ শিশুর মরদেহ গোলারচর সৈকতে ভেসে আসে। পরে স্থানীয়রা সৈকতে মরদেহ দেখতে পেয়ে উদ্ধার স্থানীয় এক মসজিদে নিয়ে আসে।  

খবর পেয়ে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে থাকা স্বজনরা মরদেহ নিয়ে যায় বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।