ঢাকা, বুধবার, ৩০ শ্রাবণ ১৪৩১, ১৪ আগস্ট ২০২৪, ০৮ সফর ১৪৪৬

জাতীয়

১৩ মন্ত্রণালয়ে নতুন জনসংযোগ কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
১৩ মন্ত্রণালয়ে নতুন জনসংযোগ কর্মকর্তা

ঢাকা: ১৩ মন্ত্রণালয়ে তথ্য ও জনসংযোগের দায়িত্ব পালনের জন্য ১৩ জন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে।  

বুধবার (১৪ আগস্ট) তথ্য অধিদফতর থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

 

সিরিয়র উপপ্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দীন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারের সদস্য এ অধিদফতরের এসব কর্মকর্তাদের তথ্য ও জনসংযোগের দায়িত্ব পালনের জন্য এসব মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো।

এর আগে গত বৃহস্পতিবার (৮ আগস্ট) এক অফিস আদেশে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ৪২ জন জনসংযোগ কর্মকর্তার সংযুক্তি বাতিল করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ১৪,২০২৪
জিসিজি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।