ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ

গাইবান্ধা: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে হাউজে হামলা, ভাঙচুরের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে গাইবান্ধা প্রেসক্লাবে সমাবেশ করেছেন সাংবাদিকরা।

রোববার (২৫ আগস্ট) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশ হয়।

এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক।  

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি অমিতাভ দাশ হিমুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- সমাজসেবী শাহাদাত হোসেন সুজা, সিনিয়র সাংবাদিক রেজাউন্নবী রাজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি যায়যায় দিনের প্রতিনিধি শফিউল ইসলাম, কালবেলার প্রতিনিধি নেয়ামুল ইসলাম পামেল, সময়ের আলোর প্রতিনিধি কায়সার রহমান রোমেল, সাপ্তাহিক চলমান জবাবের ভারপ্রাপ্ত সম্পাদক রজতকান্তি বর্মন, বাংলাভিশন টিভির প্রতিনিধি ফিরোজ কবীর মিলন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সাইফুল ইসলাম মিলন, মিজানুর রহমান রাজু, শাহীন নুরীসহ অনেকে।  

সমাবেশে সাংবাদিকরা বলেন, একটি দুষ্ট চক্র ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এটি গণমাধ্যমের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র। সংবাদকর্মীরা বিষয়টি কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।  

সমাবেশে উপস্থিত ছিলেন- দৈনিক মাধুকরের স্টাফ রিপোর্টার আবু সায়েম, আনন্দ টিভির প্রতিনিধি মিলন খন্দকার, বণিক বার্তার প্রতিনিধি আতিকুর রহমান আতিকসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।