ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ফ্রিজ পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
ফ্রিজ পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু প্রতীকী ছবি

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলায় নিজ বাড়ির ফ্রিজ পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন সোনালী তালুকদার (৫৬) নামে এক নারী।  

সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বামে আটারকছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, সোনালী তালুকদার বামে আটারকছড়া গ্রামের যুবেদ কান্তি চাকমার স্ত্রী। তিনি নিজ বাড়িতে সকালে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।