ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

জাতীয়

শুক্রবারও চলবে মেট্রোরেল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৪
শুক্রবারও চলবে মেট্রোরেল

ঢাকা: মেট্রোরেল শুক্রবার বাদে সপ্তাহে ছয়দিন চলাচল করে আসছিল। তবে এবার থেকে শুক্রবারও যাতে যাত্রীদের সেবা দেওয়া যায় সে লক্ষ্যে কাজ করছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

খুব দ্রুত শুক্রবারও মেট্রোরেল চলাচল করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

সোমবার (২ সেপ্টেম্বর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এ এ এন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ণাঙ্গ সূচিতে চালুর পর থেকে এতদিন শুক্রবার বাদে সপ্তাহের ছয়দিন মেট্রোরেল চলছে। এরপর নতুন এ সিদ্ধান্ত এলো। তবে ঠিক কোন শুক্রবার থেকে চলবে তা জানা যায়নি।

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এ এ এন ছিদ্দিক বলেন, শুক্রবারও মেট্রোরেল চালু রাখার জন্য সফটওয়্যার পরিবর্তনসহ বেশ কিছু কাজ করতে হবে। এজন্য টিম প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।