ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ইপিজেডের দুই কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪

কুমিল্লা: কুমিল্লা ইপিজেডের সামনে কাভার্ডভ্যান চাপায় দুই কর্মী নিহত হয়েছেন। তারা কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানির কর্মী।



রোববার (৮ সেপ্টেম্বর) রাত ৯টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ইয়াছিন মার্কেট এলাকার গেটে এ দুর্ঘটনা ঘটে৷ 

নিহতরা হলেন-টাঙ্গাইলের নারুন্দা এলাকার মজনু মিয়ার ছেলে হাসান মিয়া (২৪) ও খুলনার বানিশান্তা এলাকার হুমায়ুন হোসেনের ছেলে মাসুম হোসাইন (২৯)।

ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন বাংলানিউজকে বলেন, ছুটি হওয়ার পর কুমিল্লা ইপিজেডের দুজন কর্মী মোটরসাইকেলযোগে গেট দিয়ে বের হন। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুইজন মারা যান। কাভার্ডভ্যানটি আমাদের হেফাজতে রয়েছে। দুজনের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।