ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে ২ শিশুর মৃত্যু

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে স্টেলেনা চাকমা (০৪)  এবং নোবেল চাকমা (০৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের টিটিসি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে টিটিসি এলাকায় নিজ বাড়ির পাশে দুই শিশু খেলা করার সময় হ্রদের পানিতে ডুবে যায়। এরপর স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর হ্রদের পানি থেকে তাদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু বলেন, মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।