ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার যুবলীগ নেতা মইনুল ইসলাম সবুজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, শুক্রবার সকালে প্রভাষক মইনুল ইসলাম সবুজকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সবুজের নামে থানায় দুইটি মামলা হয়েছে এবং এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।

এর আগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহরস্থ তার ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
বিবিবি/এসএএইচ                                  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।