শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন একটি বেইলি সেতু বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে। এ ঘটনায় বাল্কহেডের চালক মো. হাসান হাওলাদার (৩০) ও তার সঙ্গে থাকা সোহেল কিবরিয়াকে (২৬) আটক করেছে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার নড়িয়া বাজার সংলগ্ন কীর্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে। এসময় বাল্কহেডটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শরীয়তপুরের নড়িয়া উপজেলা সদরের নড়িয়া বাজার সংলগ্ন কীর্তিনাশা নদীর ওপর ভাষা সৈনিক গোলাম মাওলার নামে সেতুর নির্মাণ কাজ চলছে। সেতুর নির্মাণ কাজের সুবিধার্থে গত ডিসেম্বর মাসে পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয় এবং নদী পারাপারের জন্য ট্রলারের ব্যবস্থা করা হয়। এছাড়া জনসাধারণের হাঁটার সড়ক স্বাভাবিক রাখতে নদীর ওপর একটি বেইলি সেতু নির্মাণের কাজ চলছিল। বুধবার সকাল ৯টার দিকে বালুভর্তি একটি বাল্কহেড সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেতুর পিলারে ধাক্কা দেয়। এতে সেতুর একটি অংশ ভেঙে পরে। এসময় সেতুর ওপরে কাজ করা অবস্থায় এক নির্মাণ শ্রমিক আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে চালক মো. হাসান হাওলাদার ও সোহেল কিবরিয়া নামে দুজনকে আটক করে। এছাড়া বাল্কহেডটিও জব্দ করা হয়।
এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন মোল্লা বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
এসআই