ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পূজা মণ্ডপগুলো ২৪ ঘণ্টা মনিটরিং করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
পূজা মণ্ডপগুলো ২৪ ঘণ্টা মনিটরিং করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়

ঢাকা: শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে পূজা মণ্ডপগুলোর সামাজিক দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয়ে কেন্দ্রীয়ভাবে একটি নিয়ন্ত্রণ কক্ষ বা কন্ট্রেল রুম খোলা হয়েছে। সারা দেশের পূজা মণ্ডপের মনিটরিং রিপোর্ট কন্ট্রোল রুমে যোগাযোগ নাম্বার :১০৯৮।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮৪ হাজার কর্মী বাহিনী এ সামাজিক দায়িত্ব পালন করছে। এর মধ্যে সারা দেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১ হাজার ৮৯টি অফিসের ১১ হাজার ১২৮ জন দক্ষ ও প্রশিক্ষিত কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব পালন করছেন।  

সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয়, জেলা ও উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরা ছাড়াও ৭০ হাজার স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যারা স্বপ্রণোদিত হয়ে পূজা মণ্ডপে দায়িত্ব পালন করছেন।

সমাজসেবা অধিদপ্তর ছাড়াও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ), শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের কর্মকর্তা ও কর্মচারীরা এ দায়িত্ব পালন করছেন।

দেশে মোট ৩২ হাজার পূজা মণ্ডপে ৪ অক্টোবর থেকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং ১৩ অক্টোবর পর্যন্ত তা অব্যাহত থাকবে।

এ ব্যাপারে মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সনাতন ধর্মের কর্মকর্তা ও কর্মচারী ছাড়া সব কর্মকর্তা ও কর্মচারীদের পূজাকালীন ছুটি বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২৪
এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।