বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনে আগুন লেগেছে। তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।
রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের বর্ধিত নতুন মেডিসিন ভবনের নিচতলায় এ আগুনের সূত্রপাত হয়। এতে আতঙ্কিত হয়ে রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করেন।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মেডিসিন ভবনের নিচতলার স্টোর রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে তাদের ধারণা। স্টোর রুমে থাকা বেডের ফোমে আগুন লেগে যায়, মুহূর্তেই সেখানে আগুন ছড়িয়ে ধোঁয়ার সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ধোঁয়ায় পুরো ভবন আচ্ছাদিত হয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের পর রোগী ও স্বজনরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা হাসপাতাল ভবনের ওপর তলায় থাকা রোগীদের উদ্ধার করে মূল ভবনে স্থানান্তর করেন। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সেটি নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষ।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, খবর পেয়েই তারা ঘটনাস্থলে ছুটে এসেছেন, এখনো (বেলা ১১টা পর্যন্ত) ধোঁয়ার কারণে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, সকাল ৯টা ১০ মিনিটের দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। বর্তমানে ফায়ার সার্ভিসর নয়টি ইউনিট এখানে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া এখনো রয়েছে। হতাহতের বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। কার্যক্রম শেষে এর সঠিক তথ্য দিতে পারবো
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহমুদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কেউ হতাহত হয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
এমএস/এইচএ/