ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে ৮২ হাজার মিটার জাল জব্দ, ৫ জেলের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
শিবচরে ৮২ হাজার মিটার জাল জব্দ, ৫ জেলের জরিমানা

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৮২ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। এ সময় ৮ কেজি ইলিশসহ একটি ট্রলার জব্দ ও পাঁচজন জেলেকে আটক করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শিবচরের পদ্মায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস। নিষেধ থাকা সত্ত্বেও পদ্মা নদীতে ইলিশ ধরায় পাঁচ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ কারেন্ট জাল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ জেলেকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয়েছে একটি মাছ ধরার ট্রলারও। জব্দ ৮২ হাজার মিটার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।  

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম এ তথ্য নিশ্চিত করে জানান, মা ইলিশ রক্ষায় পদ্মায় অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, নৌপুলিশ সার্বক্ষণিক অভিযানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।