কিশোরগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গোসলে নেমে মোহাম্মদ আলী আহসান ওরফে জীবন (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে টাঙ্গুয়ার হাওরের ঘটনাস্থলের কিছু দূর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
তিনি ঢাকার মুগদা এলাকায় পরিবারসহ বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবনসহ বিভিন্ন ব্যাংকে কর্মরত ৩৪ সদস্যের একটি দল টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। শুক্রবার দুপুর ১২টার দিকে হাউজবোটে তারা হাওরে ঘুরে ওয়াচ-টাওয়ারে যাত্রাবিরতি করেন। সেখানে মোহাম্মদ আলী আহসান ওরফে জীবনসহ আরও অনেকেই গোসলের জন্য পানিতে নামেন। একপর্যায়ে স্রোতের টানে পানিতে ডুবে জীবন নিখোঁজ হন। পরে খবর পেয়ে সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলের কিছু দূর থেকে জীবনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এদিকে স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আলী আহসান ওরফে জীবনের মৃত্যুর ঘটনাটি পরিবারের কাছে জানানো হয়। নিহত জীবনের ভাই মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
আরআইএস