ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে ইলিশ ধরার দায়ে ৭ জেলেকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
শিবচরে ইলিশ ধরার দায়ে ৭ জেলেকে জরিমানা

মাদারীপুর: মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে আট জেলেকে আটক করেছে নৌপুলিশ। আটক আটজনকে মধ্যে সাতজনকে পাঁচ হাজার করে ৩৫ হাজার টাকা জরিমানা এবং একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থান অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস ও চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে উপজেলা মৎস্য অফিসের টিম ও নৌপুলিশ অভিযান চালায়। এ সময় ইলিশ ধরতে গেলে পদ্মা নদীর  হীরাখার খাল থেকে চরজানাজাত এলাকার শহীদ খলিফার ছেলে নজরুল ইসলাম (১৯), কাশেম শেখের ছেলে আব্দুস সালাম (৩০), ফয়জুল খার ছেলে মো. জাহাঙ্গীর (২৭), ইদ্রিস ফকিরের ছেলে ওমর (১৯), আলমগীর বেপারীর ছেলে সুলতান মিয়াকে (১৫) আটক করা হয়। এবং হাজরা চ্যানেল থেকে মাদবরেরচর এলাকার মৃত লাভলু মাদবরের ছেলে মিন্টু (৩৩), তোফাজ্জেল মোড়লের ছেলে আলমগীর মোড়ল (২৭), জাজিরার মোতাহার মাদবেরর ছেলে সালামকে (৩০) আটক করে পুলিশ।  

শিবচরের চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুল্লাহ বলেন, সাতজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। একজন অপ্রাপ্ত বয়স্ক থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।