ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
শরীয়তপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা 

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বালার স্ত্রী লুৎফা বেগমকে (৬৫) গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে পান্না বেগম (৩০) নামে এক নারীর বিরুদ্ধে।  

হত্যার পর আত্মহত্যার উদ্দেশ্যে তার গলায়ও ছুরিকাঘাত করেন ওই নারী।

 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফা বেগম চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বালার স্ত্রী। অভিযুক্ত পান্না বেগম একই গ্রামের বাচ্চু মোল্লার মেয়ে। পান্না বেগম রফিকুল ইসলাম বালার ঘরেই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই পান্না বেগম নামের ওই নারীকে সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বালা লালন-পালন করেছেন। একটি স্কুলে পান্নাকে চাকরিও দিয়েছেন তিনি। রফিক বালার ঘরে সবার সঙ্গে বসবাস করতেন তিনি। বৃহস্পতিবার বিকেলে সাবেক চেয়ারম্যান রফিক বালা, স্ত্রী লুৎফা বেগম ও পান্না একসঙ্গে বসে বিভিন্ন বিষয়ে কথাও বলেছেন। সন্ধ্যায় একা ঘরে হঠাৎ করেই লুৎফা বেগমকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন পান্না। এরপর আত্মহত্যার উদ্দেশ্যে তার গলায়ও আঘাত করেন। এ ঘটনায় লুৎফা বেগম ঘটনাস্থলেই মারা গেছেন।  

আহত পান্নাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কেন তিনি এমন ঘটনা ঘটিয়েছেন তা জানাতে পারেনি পুলিশ।  

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মো. মুশফিকুর রহমান বলেন, পান্না নামে এক নারীর ধারালো ছুরির আঘাতে সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বালার স্ত্রী লুৎফা বেগমের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আঘাতের পরে পান্না নামে ওই নারীও আত্মহত্যার উদ্দেশ্যে তার গলায় আঘাত করেছেন। তবে কেন এমন ঘটনা ঘটেছে, তা বিস্তারিত জানতে পারিনি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে, পরে বিস্তারিত জানাতে পারবো।

বাংলাদেশ সময়:২৩০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।